কক্সবাজারে গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় বলী খেলা ও বৈশাখী মেলা

IMG_6927-picsay copy

নিজস্ব প্রতিনিধি:

গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় আগামী ১৪ হতে ১৮ এপ্রিল পর্যন্ত কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম প্রাঙ্গণে ৫ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলী খেলা ও বৈশাখী মেলা। এর মধ্যে ১৫ ও ১৬ এপ্রিল দুই দিনব্যাপী বলী খেলা অনুষ্ঠিত হবে। এর আয়োজ হিসেবে থাকবে জেলা ক্রীড়া সংস্থা। বুধবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ খবর জানানো হয়।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, গ্রামীণফোনের কক্সবাজার জেলার এরিয়া ম্যানেজার গোলাম সারওয়ার মো. কামরুজ্জামান, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, ডিসি সাহেবের বলী খেলা ও বৈশাখী মেলা পরিষদ সদস্য সচিব হেলাল উদ্দিন কবির।

এ সময় গ্রামীণফোন এরিয়া ম্যানেজার গোলাম সারওয়ার মো. কামরুজ্জামান বলেন, বাংলাদেশের লোক সংস্কৃতির অন্যতম ধারক এই উৎসবে গ্রামীণফোনকে ৬ষ্ঠ বারের মতো সহযোগিতা করার সুযোগ দেয়ার জন্য কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি। গ্রামীণফোন বিশ্বাস করে যে একটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সে দেশের সার্বিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, দেশের অন্যতম বৃহত্তম বলী খেলার আসর কক্সবাজারের ডিসি সাহেবের বলী খেলা। ১৯৫৬ সাল থেকে এসডিও সাহেবের বলী খেলা নামে প্রথম বারেরমত বলী খেলা শুরু করা হয়। ১৯৮৪ সালের ১লা মার্চ কক্সবাজার মহকুমা, কক্সবাজার জেলায় উন্নীত হওয়ায় এসডি ও সাহেবের বলী খেলার নতুন নামকরণ করা হয় ডিসি সাহেবের বলী খেলা ও বৈশাখী মেলা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন