কক্সবাজারে পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানী মামলা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার:
কক্সবাজার থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক ইনানী পত্রিকার সম্পাদক ইফতেখার উদ্দিন চৌধুরীসহ ২ জন কে আসামী করে ২০ মে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট আদালতে মামলা দায়ের করেছেন এক প্রবাসী। গত ১৮ মে দৈনিক ইনানী পত্রিকায় সমুদ্র পথে মালয়েশিয়া লোক পাচার করে ইনানীর ইদ্রিছ এখন কোটিপতি শিরোমে ছবি সহ সংবাদ প্রকাশ করার জের ধরে উখিয়ার পাটোয়ারটেক গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে মোঃ ইদ্রিছ (৪০) এ মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য উখিয়া থানা পুলিশ কে নিদের্শ দিয়েছেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবি এডভোকেট অনিল কান্তি বড়ুয়া।

অভিযোগে প্রকাশ, মামলার বাদী মোঃ ইদ্রিছ দীর্ঘ ১৪ বছর ধরে সৌদি আরব প্রবাসী। সম্প্রতি বেড়ানোর জন্য দেশে আসে। একটি কু-চক্রী মহলের ইন্দনে দৈনিক ইনানী পত্রিকার সম্পাদক ইফতেখার উদ্দিন চৌধুরী উপকূলীয় প্রতিনিধির বরাত দিয়ে মানব পাচারের অভিযোগে পত্রিকায় সংবাদ প্রকাশ করে। উক্ত কারনে মামলার বাদী মোঃ ইদ্রিছ তার ৫০ লাখ টাকার মানহানী হয়েছে বলে অভিযোগ তুলে এ মামলা দায়ের করেন। 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন