কক্সবাজারে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

fec-image

বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে, কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়নের ফুলছড়ি জুমনগরে।

সোমবার (৯ মার্চ ) ভোরে কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি জুমনগর এলাকায় এ ঘটনা ঘটেছে।নিহত কৃষকের নাম রমজান আলী (৬০)। তিনি ইসলামপুর জুমনগর এলাকার কবির আহমদের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো রমজান আলী রোববার রাতেও পাকা ধান পাহারা দিতে ক্ষেতের পাশে অস্থায়ীভাবে তৈরি টং ঘরে ঘুমাতে যান।

ভোর রাতে ফুুলছড়ি পাশের পাহাড় থেকে একদল বন্য হাতি তার ওপর হামলা চালায়। চিৎকার শুনে আশেপাশের লোকজন জড়ো হয়।এসময় হাতির শুঁড় এবং পায়ের আঘাতে রমজানের মৃত্যু হয়।

সোমবার সকালে ফুলছড়ি রেঞ্জ ও বনবিটের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন ও নিহত রমজানের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের শান্তনা জানান।

বন বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে একদল বন্য হাতি ফুলছড়ি বনাঞ্চলের আশপাশপ অবস্থান করছিল। এদেরই একটি দল রোববার রাতে ধান খাওয়ার জন্য জুমনগর এলাকায় আসে।

এ সময় হাতির দলটিকে তাড়ানোর জন্য স্থানীয় লোকজন ডাক-চিৎকার করলে হাতির দলের আক্রমণে রমজান আলী ঘটনাস্থলেই নিহত হন।

এনিয়ে চলতি বছর ফুলছড়ি বনাঞ্চলের আশপাশের পাহাড় হাতির আক্রমণে এর আগে তিনজন নিহত ও অন্তত পাঁচজন আহত হন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, বন্য হাতি, মৃত্যু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন