কক্সবাজারে যানজটের মধ্য দিয়ে পালিত হল জামায়াতের হরতাল

01

নিজস্ব প্রতিনিধি:

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশের ন্যায় কক্সবাজারেও হরতাল ডাকা হলেও তা পালিত হয়নি। অন্যান্য দিনের মত মানুষের জীবন-যাত্রা ছিল স্বাভাবিক। দেখা যায়নি কোথাও কোন মিছিল-মিটিং।

এই হরতালের মধ্যেও প্রধান সড়কে যানযট দেখা গেছে। তবে হরতালে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ছিল কঠোর অবস্থানে। বৃহস্পতিবার হরতালের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত এ দৃশ্য দেখা যায়।

হরতাল দেখে অনেকে বলেছেন, হরতালে পরিবেশ স্বাভাবিক থাকলেও আতঙ্কে রয়েছে লোকজন। যানযটে আটকা পড়া সাইফুল ইসলাম জানান, হরতাল চলছে তা বুঝা যাচ্ছে না। এই ধরনের হরতাল হওয়াই প্রয়োজন। তবে আতঙ্ক কাজ করে কখন কি ঘটে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন খান জানান, জামায়াতের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালনের লক্ষে শহরের বিভিন্ন পয়েণ্টে পুলিশ মোতায়ন রয়েছে। এছাড়া হরতালকে কেন্দ্র করে কোথাও কোন ধরনের অঘটনের ঘটনা ঘটেনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন