কক্সবাজারে শিবির-পুলিশ সংঘর্ষ : পুলিশ সহ আহত ১০, আটক ৬

song
কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও স্টেশনে শিবির ও পুলিশ সংঘর্ষের ঘটনায় পুলিশ সহ ১০ জন আহত হয়েছে। এসময় পুলিশকে লক্ষ্য করে শিবির ইটপাটকেল নিক্ষেপ করেছে এবং পুলিশ ফাঁকা গুলি করেছে। এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মনজুর কাদের জানিয়েছেন, দুপুর ১ টার দিকে ঈদগাঁও স্টেশনে শিবির একটি মিছিল বের করে। মিছিলটি স্টেশনের মোড়ে এসে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের কনস্টেবল অনজন বড়ুয়া ও রাখাল মিত্র আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৮ রাউন্ড ফাঁকা গুলি করে।

পরে ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে।

শিবিরের কক্সবাজার জেলা সভাপতি দিদারুল ইসলাম জানিয়েছেন, ঈদগাঁও স্টেশনে শিবিরের মিছিল বের করলে পুলিশ বিনা কারণে বাঁধা দেয়। এসময় পুলিশ লাঠিচার্জ এবং ফাঁকা গুলি করে। এতে তাদের ৮ কর্মী আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, শিবির-পুলিশ সংষর্ষ, ষংঘর্ষ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন