‘করোনা’র মহামারীতেও ধুমধাম আয়োজনে বাল্যবিয়ের আসর!

fec-image

দেশব্যাপী ‘করোনা’র প্রাদুর্ভাব প্রতিরোধে সবার নাভিশ্বাস অবস্থা! গৃহেবন্দী লোকজন। সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর কঠোর সর্তকতায় বিশেষজ্ঞরা। এর মধ্যেও মানিকছড়িতে অনেকটা ধুমধাম আয়োজনে বাল্যবিয়ের প্রস্তুতি। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে কনে পক্ষকে ১০হাজার টাকা জরিমানাসহ সকল আয়োজন ভণ্ডুল করে বাল্যবিয়ের অভিশাপ থেকে মুক্ত করলেন মেয়েটিকে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৈশ্বিক মহামারীতে লণ্ডভণ্ড জনজীবনে নাভিশ্বাস অবস্থায় জনপদে লোকসমাগমে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর কঠোর সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । ফলে দেশে চলছে লকডাউন। এরই মধ্যে মানিকছড়ি উপজেলার মাস্টারপাড়ায় মো. ইব্রাহিম ও বিবি জুলেখা মেয়ের বাল্যবিয়ের আয়োজন করেছেন অনেকটা ধুমধাম পরিবেশে! গত রাতে নাচে-গানে পালিত হয়েছে মেহেদী সন্ধ্যা!

আজ ১০ জুন দুপুরে শতাধিক বর-কনে যাত্রীর উপস্থিতিতে বিয়ের আসরে বসবে অপ্রাপ্ত বয়স্ক কনে (জন্ম তারিখ-৪.১০.২০০৩) ও বর বিল্লাল হোসেন(জন্ম তারিখ-০১.০১.২০০০)! সকালে বিষয়টি প্রশাসনে নজরে আসায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ এর তাৎক্ষনিক নির্দেশে পুলিশ নিয়ে বিয়ে বাড়ি কনের পিত্রালয়ে হাজির হন সহকারী কমিশনার(ভূমি) রিফাত আসমা। সেখানে বাল্যবিয়ের সব আয়োজন ও মেহমান আপ্যায়নে পুরোদমে রান্না-বান্না চলছিল! ফলে সব প্রস্তুতি ভণ্ডুল করে দেন ম্যাজিস্ট্রেট রিফাত আসমা। কনে পক্ষকে বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ অনুসারে ১০হাজার টাকা জরিমানাসহ বাল্যবিয়ে বন্ধ করেন প্রশাসন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনার, বাল্যবিয়ের
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন