করোনা: রাঙামাটিতে মুক্তি ৪১ জনের, কোয়ারেন্টিনে ১১০

fec-image

পাহাড়ি জেলা রাঙামাটিতে হোম কোয়ারেন্টিন থেকে মুক্তি পেয়েছে ৪১জন। তবে এখনো কোয়ারেন্টিনে রয়েছে আরও ১১০জন।

শুক্রবার (২৭মার্চ) রাতে এমন তথ্য জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে যারা হোম কোয়ারেন্টিনে আছেন তারা বেশিরভাগ বিদেশ ফেরত। তবে রাঙামাটিতে এখনো কোন করোনা ভাইরাসের রোগী বা রোগের লক্ষনযুক্ত কোন ব্যক্তি পাওয়া যায়নি।

ইমিগ্রেশন কর্তৃপক্ষের হিসেব অনুসারে, গত ১ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত পাসপোর্টে রাঙামাটি জেলা ঠিকানা ব্যবহার করে ২৪৪জন প্রবাসি ফিরেছেন। তবে প্রকৃত তথ্য এখনো জানা যায়নি।

রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশীদ বলেন, আমরা সর্বক্ষণ চারদিক খবর রাখছি। যেকোন পরিস্থিতি মোকাবেলায় সকলের সমন্বয়ে কাজ করছি। তারপরও কোন সমস্যা থাকলে স্থানীয়রা যেন প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন