বাজার মসজিদ ইমামের শরীরে উপসর্গ

ঈদগাঁওতে একদিনে ডাক্তারসহ ৬ করোনা রোগী শনাক্ত, বাড়ি-হাসপাতাল লকডাউন

fec-image

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে বৃহস্পতিবার (২১ মে) শনাক্তকৃত সদরের ১২ জন রোগীর মধ্যে ৬ জনই ঈদগাঁও’র। এই প্রথম বৃহত্তর ঈদগাঁওতে এক সাথে এত রোগী শনাক্ত হওয়ায় জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রাপ্ত তথ্যমতে করোনা পজিটিভ হওয়া রোগীরা হল ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়ার করোনা রোগি আলমগীরের স্ত্রী উম্মে সাদিয়া(১৯), তার ছেলে আবির(২), ঈদগাঁও বাজার ডায়াবেটিস সেন্টার এন্ড হাসপাতালের পরিচালক ও চিকিৎসক ডা. ইউসুফ আলী(৪৪), একই ইউনিয়নের পাল পাড়ার স্ব স্ব ধর পালের ছেলে লিটন পাল(১৮), ঈদগাঁও বাজার ফরাজি ফার্মেসীর পরিচালক, জালালাবাদ ইউনিয়নের মিয়াজি পাড়ার মৃত মৌঃ তোফায়েল আহাম্মদের ছেলে হুমায়ুন কবির মিয়াজি(৪১) ও পোকখালীর হোছন(১৯)।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, ডাক্তার, লকডাউন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন