কর্ণফুলী নদীতে সার বোঝাই জাহাজ ডুবি, নিখোঁজ ১

fec-image

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে আমদানি করা ১ হাজার ৬০০ টন সারসহ এমভি মাকসুদা-২ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় আজিজুর রহমান (৪২) নামের এক নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরেও সন্ধান মেলেনি ওই নিরাপত্তা কর্মীর।

নিখোঁজ আজিজুর রহমান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মতিউর রহমানের ছেলে বলে জানিয়েছে সদরঘাট নৌ থানা পুলিশ।

এর আগে রোববার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কর্ণফুলীর ডকইয়ার্ড এলাকায় নোঙর অবস্থায় ওই জাহাজটির তলা ফেটে ডুবে যায়। জাহাজটিতে ১৩ জন কর্মী ছিলেন। এর মধ্যে ১২ জন পাশের জাহাজ ও নৌকার সাহায্যে তীরে আসতে সমর্থ হন। নিখোঁজ ছিলেন একজন।

সদরঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, নিখোঁজ ব্যক্তি ও জাহাজটি উদ্ধারে কোস্টগার্ডের উদ্ধার তৎপরতা চলছে।

বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, জাহাজটি বন্দর জেটির উজানে সদরঘাট এলাকায় ডুবেছে। এতে বন্দরের জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। এরপরও বয়া মার্কিং করে দেওয়া হয়েছে যাতে সেখানে ছোট জাহাজ চলাচলের সময় দুর্ঘটনাস্থল এড়িয়ে চলতে পারে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কর্ণফুলী নদী, জাহাজ ডুবি, নিখোঁজ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন