কাকারা বনবিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে ১০টি অবৈধ বসতি উচ্ছেদ

fec-image

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের অধীন চকরিয়া উপজেলার কাকারা বন বিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে ১০টি অবৈধ বসতি উচ্ছেদ করেছে বন বিভাগ। বিভাগীয় বনকর্মকর্তা তৌহিদুল ইসলামের নির্দেশে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম রোববার (১৫ ডিসেম্বর) সকালে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় কাকারা বন বিটের হাতিয়া ঘোনা এলাকা থেকে ১০টি অবৈধ বসতি (ছাপলা ঘর) উচ্ছেদ করা হয়।

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, কাকারা বন বিটের হাতিয়া ঘোনা এলাকায় বন বিভাগের লোকজনের চোখ ফাঁকি দিয়ে কয়েকটি অবৈধ বসতি (ছাপলা ঘর) গড়ে তুলে কতিপয় ভূমিদস্যু। পরে বিষয়টি নজরে আসার পর কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা তৌহিদুল ইসলামের নির্দেশে রবিবার সকালে ওইসব বসতি উচ্ছেদ করা হয়।

তিনি বলেন, অভিযানকালে এ সময় স্থাপনাগুলো ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় জড়িতদের ব্যাপারে আইনগত প্রদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। উচ্ছেদ অভিযানে স্থানীয় কাকারা বনবিট কর্মকর্তা হুমায়ুন করিবসহ বন বিভাগের লোকজন অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন