কাপ্তাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস পালন

fec-image

বীমা দিবসে শপথ করি উন্নত দেশ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১ম জাতীয় বীমা দিবস পালন করা হয়।

রোববার(১ মার্চ) সকাল ১০টায় উদযাপন উপলক্ষে উপজেলায় র‌্যালী, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে বীমা দিবসের র‌্যালী উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, পপুলার লাইফুন ইনস্যুরেন্স কোঃ লিঃ তাকাফুল ইসলামী বীমা কাপ্তাই শাখার ইনচার্জ ও অতিরিক্ত প্রকল্প পরিচালক মোঃ দিদারুল ইসলাম প্রমুখ।

বীমা দিবসে বক্তরা বলেন, নিজ প্রয়োজনে এবং শিশু শিক্ষার্থীদের জন্য একটি বীমা করুন। বীমা আপনার জিবনে একটি সময় সম্পদে পরিনত হবে।

পরে বীমা দিবসের উপর রচনা প্রতিযোগিদের পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, বীমা দিবসে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোঃ লিঃ কাপ্তাই শাখার সকল বীমা গ্রহক ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, বীমা দিবস, র‍্যালী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন