কাপ্তাইয়ে চোরের উপদ্রোপ বৃদ্ধি

চুরি

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলাসংবাদদতাঃ

কাপ্তাইয়ে চোরের উপদ্রোপ বৃদ্ধি পেয়েছে। ফলে উপজেলার বিভিন্ন এলাকায় জনসাধারনের মধ্যে আতংক বিরাজ করছে। কর্মজিবী লোকজন কাজের সন্ধানে বাহির হলেও তাঁদের মন পড়ে থাকে নিজ ঘরের প্রতি। কাপ্তাই উপজেলার জেটিঘাট, নতুনবাজার লগগেইট, বড়ইছড়ি সদর, বারঘোনিয়া, কয়লার ডিপো, ফরেস্ট কলোনীসহ বিভিন্ন এলাকায় এক শ্রেণির চোর যা পাচ্ছে তা হাতিয়ে নিচ্ছে।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রুইহুলা অং মারমা বলেন, বুধবার সকাল ১১টায় নিজ বাসায় তাঁর মা কিছুক্ষণের জন্য বিল্ডিংএর ছাদের ওপার উঠলে এ ফাঁকে চোর ঘরের মধ্যে ডুকে স্বর্ণসহ বিভিন্ন কিছু নিয়ে যায়। একই দিন বড়ইছড়ি সদর এলাকা এবং থানার কয়েকশ গজ পাশেই আট ইসমাইলের ভাড়াটিয়া কলেজ শিক্ষার্থীদের ঘরে প্রবেশ করে রান্না করা রাইচ কুকারসহ বিভিন্ন জিনিস পত্র চুরি হয়।

এ ছাড়া কাপ্তাই জেটিঘাট এলাকায় বোডিংএ বসবাসরত এক ঔষধ কোম্পানির এসআর জুমার নামায পড়তে মসজিদে গেলে বোডিং এর কক্ষ ভেঙ্গে তাঁর ব্যবহারিত মোবাইলসহ নগদ অর্থ নিয়ে যায়। কাপ্তাই নতুন বাজার এলাকায় নাসির কোলিং কর্ণার দোকানধার এ ভাবে নামায পড়তে গেলে দোকানের ক্যাশে রক্ষিত নগদ ৪৫হাজার টাকা চুরি হয়ে যায়।

কাপ্তাই পেট্রোল পাম্প এলাকায় ওয়ার্কসপ মালিক এমরানের স্টোর ভেঙ্গে ৩০ হাজার টাকার ব্যবহারিত জি আই তাঁর চুরি করে নেওয়া হয়। এ ছাড়া শিল্প এলাকা, নেভী রোড এলাকাসহ বিভিন্নস্থানে অহরহ চুরির ঘটনা ঘটছে। চাকুরীজিবী লোকজন ঘর হতে কয়েক দিনের জন্য বেড়াতে বা কর্মস্থলে গেলেই ওঁৎ পেতে থাকা চোরের দল এ ধরনের ঘটনা ঘটছে।

এলাকার লোকজন জানান, সুযোগ সন্ধানী চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এক পুলিশ কর্মকর্তা জানান যে, এদের ব্যাপারে আমাদের কোন সুনিদিষ্ট তথ্য দেওয়া বা লিখিত কোন অভিযোগ দেওয়া হয়না । আমরা কি ভাবে এদের আটক করব।

অন্য দিকে এলাকার সচেতন লোকজন জানান, এরা এলাকার বাহিরের কোন বড় ধরনের চোর নয়। এরা এলাকারই চিহ্নিত মাদক সেবী চোর। মাদকের টাকা জোগার করার জন্য মাদক সেবী লোকজন এ কাজ করতে পাড়ে বলে ধারনা করছে।

নাম প্রকাশ না করার শর্তে এক লোক জানান, যতদিন না মাদকদ্রব্য বন্ধ করা বা ব্যবস্থা নেওয়া না হবে ততদিন এ ধরনে চুরি চলবে। তবে প্রশাসনের পক্ষ হতে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে সচেতন মহল মনে করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন