কাপ্তাইয়ে তীর্থভ্রমণে নৌকা ডুবে মৃত্যু-১,মা-মেয়ে এখনো নিখোঁজ

fec-image

(আপডেট সংবাদ) চট্রগ্রাম হতে কাপ্তাইয়ে তীর্থভ্রমণে এসে কর্ণফুলী নদীতে ইঞ্জিন চালিত নৌকা ডুবে ১জনের লাশ উদ্বার এবং মা-মেয়ে এ ২জন নিখোঁজ রয়েছে।

শুক্রবার(১৪ফেব্রুয়ারি) ভালবাসা দিবসের এই দিনে চট্রগ্রামশহরস্থ নন্দনকানন রাধামাধব মন্দির হতে শীলছড়ি ইসকনের ১২৭জন সদস্য তীর্থ ভ্রমণে আসে।

একটি দল শীলছড়ি ইঞ্জিন চালিন চালিত নৌকা করে বেলা ১২টার দিকে কর্ণফুলী নদী হতে ইদ্রিচের বাগান হয়ে উঠার সময় তীরে তরিঘড়ি করে উঠতে গিয়ে নৌকা ডুবে তিনজন নিখোঁজ হয়।

দ্রুত কাপ্তাই ফায়ার সার্ভিস এবং নৌ বাহিনী ডুবরীদল ঘটনাস্থলে এসে দেবলিনা দে (১০)কে পিতা রতন দে গ্রাম-হাজারীগলি, থানা-কোতায়ালী, জেলা চটগ্রাম বিকাল ৪টায় উদ্বার করে। এবং বিজয় মজুমদার(৩০) পিতা রাজিব মজুমদার গ্রাম-হরিউপুর ও টুম্পা মজুমদার(৫) –চট্রগ্রাম মা ও ময়ে এ দু’জন এখনও নিখোঁজ রয়েছে ।

উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল জানান, শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর হতে কাপ্তাই ফায়ার সার্ভিস ডুবরী দল এবং কাপ্তাই নৌবাহিনী দল উদ্বার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে বেলা ৩টা পযন্ত নিখোঁজদের কোন সন্ধ্যান পাওয়া যায়নি বলে উল্লেখ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, নৌকা ডুবি, ভ্রমণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন