কাপ্তাইয়ে প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

কাপ্তাই প্রতিনিধিঃ

কাপ্তাইয়ে খ্রীষ্টিয়ান হাসপাতাল এর উদ্যোগে ইউবিআর কার্যক্রমের আওতায় নতুন বছরের কর্মসূচি অনুযায়ী ‘আমি এবং আমার পৃথিবী’ এ প্রতিপাদ্য বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কাপ্তাইয়ের ওয়াগ্গা উচচ বিদ্যালয়ের ৩০ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে কম্পিউটারভিত্তিক জীবন দক্ষতা, সৃজনশীল ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক দিনব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক সুবিমল তংচঙ্গ্যা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ মং স্টিফিন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউপিআর পোগ্রাম অফিসার শিমশোন চাকমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মংলাচিং মারমা, উক্যচিং মারমা প্রমুখ।এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, কমিটি ও অভিভাবক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিভাবক, শিক্ষক ও কমিটির নেতৃবৃন্দ বলেন, এ প্রশিক্ষণটি ছাত্র-ছাত্রীদের উভয়ের জন্য অতিগুরুত্বপূর্ণ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন