“প্রাকৃতিক দুর্যোগ ‘ফণী’ মোকাবেলায় সকলকে সর্তক থাকার আহবান জানানো হয়”

কাপ্তাইয়ে ‘ফণী’ মোকাবেলায় প্রশাসনের জরুরি বৈঠক

প্রাকৃতিক দুর্যোগ ‘ফণী’ মোকাবেলায় কাপ্তাই উপজেলা প্রশাসনের জরুরী সভা বৃহস্পতিবার (২ মে) বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে রেস্ট হাউজ কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন দিলদর হোসেন।

সভায়  প্রাকৃতিক দুর্যোগ ‘ফণী’ মোকাবেলায় সকলকে সর্তক থাকার আহবান জানানো হয়। দুর্যোগ মোকাবেল সকল কর্মকর্তাদের মোবাইল সচল, চিকিৎসদের কর্তব্য পালন, বিদ্যুৎ সচল, নিরাপদ আশ্রয়কেন্দ্রে আসার আহবান জানানো হয়। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগের সময় শুকনো খাবার, প্রাথমিক সরঞ্জম রাখার আহবান জানানো হয়। এসময় আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন স্বেচ্ছাসেবী দলকে সহায়তা প্রদান করার আহবান জানানো হয়।

সভায় কাপ্তাই থানার ওসি তদন্ত নুরুল আলম, আবাসিক প্রকৌশলী এম আর মজিদ, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত থেকে মতামত বক্ত করেন। এদিকে সর্তকার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ হতে মাইকিং করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, জরুরি বৈঠক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন