কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ অভিযানে ১৯ মামলা

fec-image

করোনা মোকাবেলায় স্বাস্থ্য সচেতনতায় কাপ্তাই উপজেলা প্রশাসন প্রতিনিয়ত সচেতনমূলক প্রচার-প্রচারণা ও বিধি-নিষেধ না মানায় বিভিন্ন ধারায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা ও জরিমানা আদায় করছে।

তারই ধারাবাহিকতায় সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কাপ্তাই উপজেলার বড়ইছড়ি বাজার, ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের বারোঘোনিয়া গেইট, কেপিএম, কলাবাগান, সিনেমা হল ও মিশন এলাকায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৮৮ ধারায় ৬টি মামলায় ১২শ টাকা, দন্ডবিধির ২৬৯ ধারায় ৬টি মামলায় ১২শ’ সড়ক পরিবহন আইনে বিভিন্ন ধারায় ৭টি মামলায় ২ হাজার টাকাসহ মোট ১৯টি মামলায় সর্বমোট ৪ হাজার ৪শত টাকা জরিমানা আদায় করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের অফিস সুপার মো. সিরাজুল ইসলাম, ৪১ বিজিবি টহল দল এবং আনসার সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন