কাপ্তাইয়ে মাসব্যাপী সুন্দরবন বন প্রহরীদের প্রশিক্ষণ কোর্স

CCF-2

কাপ্তাই(রাঙ্গামাটি)উপজেলা সংবাদদাতাঃ

শিক্ষার কোন শেষ নেই, সর্বত্র শিক্ষা প্রয়োজন। আজ বন বিভাগের কিছুু অনিয়ম সংকটের কারনে সরকার হতে আমরা সুযোগ সুবিধা বঞ্চিত হয়ে পড়েছি। তাই এ সকল অনিয়ম সংকট কাটিয়ে আমাদের সুনাম রক্ষা করা সকলের প্রয়োজন । কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্রে মাসব্যাপী সুন্দরবন হতে আগত বন প্রহরীদের বন সম্পদের টেকসই ব্যবস্থাপনা সৃষ্ট ও রক্ষনাবেক্ষনের জন্য  প্রশিক্ষানার্থীদের উদ্দেশ্য প্রধান অতিথির বক্তব্য প্রধান বন সংরক্ষক মোঃ ইউনুছ আলী শুক্রবার সকাল ৯টায় উপরোক্ত কথা উল্লেখ করেন।

তিনি আরো বলেন, আমি  দায়িত্বরত অবস্থায়  প্রায় তিনশত বোটম্যানকে চাকুরী দেওয়াসহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আসছি। তবে দুঃখ করে বলেন,  কিছু, কিছু লোক সামান্য একজন বোট চালক বা বন প্রহরীদের বদলিসহ বিভিন্ন বিষয়ে প্রধান বন সংরক্ষককে ফোন করে থাকে। যা একেবারেই নিষ্প্রোয়োজন। এছাড়া অনেক ফরেষ্টার বা বন প্রহরী আছেন গাছের মাপজোক সম্পর্কে কোন ধারনা নেই। তাই সকল বন প্রহরী মাসব্যাপী এ প্রশিক্ষণ নিয়ে যথাযথ কাজ করার আহবান জানান।

উক্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ পরিচালক মোঃ জগলুল হোসেন। উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন  উপ-প্রধান বন সংরক্ষক হারাধন বণিক, চট্রগ্রাম সার্কেল বন সংরক্ষক আকবর হোসেন, রাঙ্গামাটি সার্কেল বন সংরক্ষক মোঃ আবু হানিফ পাটওয়ারী।

এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) শামসুল আজম, বিপুল কৃষ্ণ (ডিএফও), হুমায়ন কবির (ডিএও), রাঙ্গামাটি ঝুঁম নিয়ন্ত্রণ (ডিএফও) আবুল কালাম, চট্রগ্রাম নর্থ ডিভিশন ডিএফ এস,এম কৃষার, কাপ্তাই পাল্পউড ডিভিশন কর্মকর্তা এ,এন,এম আবুদল ওয়াদুদ,এসি এফ আবুল মুছা সামসুল মুহিত চৌধুরী,মোস্তফিজুর রহমান,এলপিসি শাখার সহ মহাব্যবস্থাপক প্রকৌশলী মোস্তক আহমেদ, ফরেষ্ট রেঞ্জার রফিকুল হোসেন, রেঞ্জার আবদুল মতিন,পুলিশ কর্মকর্তা ছিদ্দিকসহ  বিভিন্ন বনকর্মকর্তাগন উপস্থিত ছিলেন।  অনুষ্ঠান সঞ্চলনা করেন প্রকৌশলী আবদুল কুদ্দুছ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

One Reply to “কাপ্তাইয়ে মাসব্যাপী সুন্দরবন বন প্রহরীদের প্রশিক্ষণ কোর্স”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন