কাপ্তাইয়ে সেনাবাহিনীর উদ্যোগে ভ্রাম্যমাণ পাঠাগার উদ্বোধন ও শিক্ষা উপকরণ প্রদান

fec-image

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্যঞ্চলের সেবা ও উন্নয়নমূলক কাজ করে চলছে। পার্বত্য শান্তি চুক্তির ২৪ বছর এ সেনাবাহিনী সকলকে নিরাপত্তাসহ বিভিন্ন উন্নয়ন কাজ করছে। বঙ্গবন্ধু এ পার্বত্যঞ্চলের উন্নয়ন নিয়ে স্বপ্ন ছিলো আমরা তা বাস্তবায়নে কাজ করছি।

রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান পিএসসি, শনিবার (১৮ডিসেম্বর) সকাল ১০টায় কাপ্তাই ৫৬ জোনের আয়োজনে ভ্রাম্যমাণ পাঠাগার উদ্বোধন ও শিক্ষা উপকরণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই সেনাজোন ৫৬ ই বেঙ্গল অধিনায়ক লেঃ কর্নেল আনোয়ার জাহিদ পিএসসি। ৩০৫ রাঙামাটি রিজিয়ন হতে ভ্রাম্যমাণ পাঠাগার কাপ্তাই ৫৬ ই বেঙ্গলকে প্রদান করা হয়। এসময় রাঙামাটি রিজিয়ন কমান্ডার ও মিসেস ইফতেকুর রহমান ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করেন।

প্রধান অতিথি বক্ত্যবে তিনি আরও বলেন, নতুন প্রজন্ম জ্ঞানের আলো আলোকিত করে সুন্দর সোনার বাংলা উপহার দিবে। বিতরণ অনুষ্ঠানে কাপ্তাই ডিজিএফআই শাখার অধিনায়ক লেঃ কর্নেল আলী আক্কাছসহ কাপ্তাই জোনের পদাধিক অফিসার ও জেসিওগন উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন