কাপ্তাই লেকের পানি মারাত্মক দূষণের শিকার: বিশুদ্ধ পানির সংকট

Rangamati Water problem pic-1 Rangamati Water problem pic-2

স্টাফ রিপোর্টার, রাঙামাটি:
মারাত্মক দূষণের শিকার রাঙামাটির কাপ্তাই লেকের পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। যা খাবার পানি হিসেবে মোটেও নিরাপদ নয়। পাহাড়ের মানুষের মধ্যে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। দিন দিন বিশুদ্ধ পানির চরম সংকট আকার ধারণ করেছে। গ্রীষ্মের তাপদাহের গরমে এমনিতেই কাপ্তাই লেকের পানির স্তর নেমে যাওয়ায় নলকূপগুলোতেও পানি পাওয়া যাচ্ছে না। নষ্ট নলকুপগুলো অকেজো হয়ে পড়ে আছে। তা ছাড়া অনেক আগেই শুকিয়ে গেছে ছড়া ও ঝর্নাগুলো। তাই পাহাড়ে তীব্র হয়ে উঠেছে পানির চাহিদা।

অভিযোগ উঠেছে, কাপ্তাই লেকের সংলগ্ন খোলা পায়খানা ব্যবহার, মলমূত্র ত্যাগ, কলকারখানা, আবাসিক বাড়িঘর, হোটেল, রেস্তোরার বর্জ্য নিক্ষেপসহ নানা কারণে কাপ্তাই লেকের পানি মারাত্মক দূষণের শিকার হচ্ছে। এতে কাপ্তাই লেকের পানির ব্যবহার নিয়ে খোদ উদ্বেগ প্রকাশ করেন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রকৌশলী।
স্থানীয়দের দাবী, লেকের পানি দূষণরোধে অচিরেই কার্যকর ব্যবস্থা নেয়া দরকার। বিশেষ করে খোলা পায়খানা ব্যবহারের কারণে লেকের পানি দিন দিন মারাত্মক আকারে দূষিত হয়ে পড়ছে। এতে কাপ্তাই লেকের পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। দূষণরোধে খোলা পায়খানা ব্যবহার বন্ধ করতে বার বার দাবী জানানোর পরেও এখনো লেকের পাড়ে অনেক খোলা পায়খানা দেখা যায়।

একটি সূত্রে জানা গেছে, রাঙামাটির কাপ্তাই লেকের নমুনা পানির কেমিক্যাল, ব্যাক্টোরিওলজিক্যাল ও ফিজিক্যাল পরীক্ষার এক রিপোর্টে জানা যায়, কাপ্তাই লেকের পানি খাবার পানির সহনীয় মাত্রা একেবারে শূন্য উঠে এসেছে।

এদিকে লেকের পানির স্তর নেমে যাওযায় জেলার বিভিন্ন উপজেলায়ও দেখা দিয়েছে পানির সঙ্কট। জেলার বাঘাইছড়ি উপজেলার ৮টি ইউনিয়ন মিলে ১টি মাত্র টিউবওয়েল থাকলেও তা এখন পানিহীন অকেজ হয়ে পড়ে রয়েছে। মেরামতের উদ্যোগ নিচ্ছে না কেউ। তাই চরম পানি সংকটে ভুগছে প্রত্যন্ত এলাকার মানুষ।
এ ব্যাপারে বাঘাইছড়ি পৌরসভার মেয়র মো. আলমগীর কবির জানায়, কাপ্তাই বিশুদ্ধ পানি সংকটের কারণে বাঘাইছড়িতে বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। তাবে কাচালং বাজারে ২লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে সংকট দূরীকরণের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আগামীতেও বিশুদ্ধ পানির সরবরাহের প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

KvßvB †j‡Ki cvwb gvivZ¥K `~l‡Yi wkKvi: weï× cvwbi msKU

dv‡Zgv RvbœvZ gygy,ivOvgvwU

gvivZ¥K `~l‡Yi wkKvi ivOvgvwUi KvßvB †j‡Ki cvwb e¨envi Abyc‡hvwM n‡q c‡i‡Q| hv Lvevi cvwb wn‡m‡e †gv‡UI wbivc` bq| cvnv‡oi gvby‡li g‡a¨ weï× cvwbi msKU †`Lv w`‡q‡Q| w`b w`b weï× cvwbi Pig msKU AvKvi aviY K‡i‡Q| MÖx‡®§i Zvc`v‡ni Mi‡g Ggwb‡ZB KvßvB †j‡Ki cvwbi ¯’i hvIqvq bjK~c¸‡jv‡ZI cvwb cvIqv hv‡”Q bv| bó bjKzc¸‡jv A‡K‡Rv n‡q c‡i Av‡Q| Zv Qvov A‡bK Av‡MB ïwK‡q †M‡Q Qov I Sb©v¸‡jv| ZvB cvnv‡o Zxeª n‡q D‡V‡Q cvwbi Pvwn`v|

Awf‡hvM D‡V‡Q, KvßvB †j‡Ki msjMœ †Lvjv cvqLvbv e¨envi, gjg~Î Z¨vM, KjKviLvbv, AvevwmK evwoNi, †nv‡Uj, †i‡¯—vivi eR¨© wb‡¶cmn bvbv Kvi‡Y KvßvB †j‡Ki cvwb gvivZ¥K `~l‡Yi wkKvi n‡”Q| G‡Z KvßvB †j‡Ki cvwbi e¨envi wb‡q †Lv` D‡ØM cÖKvk K‡ib Rb¯^v¯’¨ cÖ‡KŠkj wefv‡Mi cÖ‡KŠkjx|

¯’vbxq‡`i `vex, †j‡Ki cvwb `~lY‡iv‡a AwP‡iB Kvh©Ki e¨e¯’v †bqv `iKvi| we‡kl K‡i †Lvjv cvqLvbv e¨env‡ii Kvi‡Y †j‡Ki cvwb w`b w`b gvivZ¥K AvKv‡i `~wlZ n‡q co‡Q| G‡Z KvßvB †j‡Ki cvwb e¨envi Abyc‡hvwM n‡q c‡o‡Q| `~lY‡iv‡a †Lvjv cvqLvbv e¨envi eÜ Ki‡Z evi evi `vex Rvbv‡bvi c‡iI GL‡bv †j‡Ki cv‡o A‡bK †Lvjv cvqLvbv †`Lv hvq|

GKwU m~‡Î Rvbv †M‡Q, ivOvgvwUi KvßvB †j‡Ki bgybv cvwbi †KwgK¨vj, e¨v‡±vwiIjwRK¨vj I wdwRK¨vj cix¶vi GK wi‡cv‡U© Rvbv hvq, KvßvB †j‡Ki cvwb Lvevi cvwbi mnbxq gvÎv G‡Kev‡i k~b¨ D‡V G‡m‡Q|

evNvBQwo Dc‡Rjvi 8wU BDwbqb wg‡j 1wU gvÎ wUDeI‡qj _vK‡jI Zv GLb cvwb A‡KRy n‡q c‡o i‡q‡Q| †givg‡Zi D‡`¨vM wb‡”Q bv †KD| ZvB Pig cvwb msK‡U fyM‡Q cÖZ¨vš— GjvKvi gvbyl|

G e¨vcv‡i evNvBQwo †cŠimfvi ‡gqi †gv. AvjgMxi Kwei Rvbvq, KvßvB weï× cvwb msK‡Ui Kvi‡b evNvBQwo‡Z Pig weï× cvwb msKU †`Lv w`‡q| ZvB ïay gvÎ KvPvjs evRv‡i 2j¶ 50 nvRvi UvKv e¨v‡q msKU `~wiKi‡bi e¨ve¯’v MÖnb Kiv n‡q‡Q| AvMvgx‡ZI weï× cvwbi mieiv‡ni cÖ‡qvRbxq e¨ve¯’v MÖnb Kiv n‡e|

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন