কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

fec-image

যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগীয় প্রধান প্রকৌশলী মুহাম্মদ তারেকুল ইসলামের সঞ্চালনায় এবং অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদারের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে শহীদ বুদ্বিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু করা হয়। এ সময় অত্র ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে।

বক্তারা বলেন, শহীদরা দেশের জন্য জীবন উৎসর্গ করে সুন্দর একটি সোনার বাংলা আমাদের উপহার দিয়েছে যা আমরা কখনও ভুলবনা।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন, ননটেক বিভাগীয় প্রধান পলাশ কান্তি বড়ুয়া, কনস্ট্রাকশন বিভাগীয় প্রধান প্রকৌশলী মোহাম্মদ মোশাররফ হোসেন, জব প্লেসমেন্ট এন্ড ইন্ডাস্ট্রিঃ লিয়াইস অফিসার মোঃ মোজাম্মেল হক রাসেলসহ প্রমুখ।

এ সময় অত্র ইনস্টিটিউটের সকল বিভাগীয় প্রধান, কর্মকর্তা, কর্মচারি ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন