কাপ্তাই হ্রদে নৌকা ডুবি, সেনাবাহিনীর তৎপরতায় সকল যাত্রী নিরাপদে উদ্ধার

fec-image

রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌকা ডুবির ঘটনায় সেনাবাহিনীর  তৎপরতায় সকল যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর)  দুপুরে  জেলা সদরের দুর্গম জীবতলী এলাকায় নয়জন যাত্রী বহনকারী একটি বেসামরিক নৌকা দুর্ঘটনার শিকার হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, সকল যাত্রী একপাশে চলে যাওয়ায় নৌকার ভারসাম্য নষ্ট হয়ে এটি হঠাৎ ডুবে যায়। ঘটনার পরপরই নিকটস্থ সেনাবাহিনীর টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। সেনাবাহিনীর সদস্যদের দ্রুত ও কার্যকর পদক্ষেপে সকল যাত্রীকে নিরাপদে তীরে আনা সম্ভব হয়। কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি।

পরবর্তীতে ডুবে যাওয়া নৌকাটি পুনরায় ভেসে ওঠে এবং স্থানীয় নৌযানের সহায়তায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় নৌযান ভিড়ানো সাময়িকভাবে সীমিত করা হয়েছে। একই সঙ্গে কাপ্তাই হ্রদে নৌযান চালক ও যাত্রীদের সতর্কভাবে চলাচল এবং ভারসাম্য বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, নৌকা ডুবি, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন