খাগড়াছড়িতে পার্বত্য উপদেষ্টার সাথে আন্দোলনকারীদের বৈঠক


খাগড়াছড়ির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ছাত্র প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ২৯ সেপ্টেম্বর সোমবার খাগড়াছড়ি জেলা পরিষদের সার্কিট হাউজে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে খাগড়াছড়ির আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়। বৈঠক শেষে ‘জুম্ম ছাত্র-জনতার’ পক্ষ থেকে ৮ দফা দাবি উপদেষ্টার কাছে তুলে ধরা হয়।
বৈঠকে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও গোয়েন্দা কর্মকর্তারাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি সদরে এক মারমা কিশোরী ধর্ষণের অভিযোগ কেন্দ্র করে গত কয়েক দিন ধরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে কয়েকটি পাহাড়ি সংগঠন। অভিযোগ উঠেছে, ষড়যন্ত্র বাস্তবায়নে ধর্ষণ ঘটনা সামনে এনে আন্দোলনে ইন্ধন দিচ্ছে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ সহ কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন।
তবে জুম্ম ছাত্ররা এক বিবৃতিতে বলেছে, জুম্ম ছাত্র-জনতা কোনো রাজনৈতিক দল নয়, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীও নয়। আমাদের আন্দোলনকে “ইউপিডিএফ” বা অন্য কোনো ট্যাগ দিয়ে দমন করা যাবে না। ২৩ সেপ্টেম্বর এক জুম্ম কিশোরীর ওপর ধর্ষণের অভিযোগে ন্যায়বিচারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়েছিল, যা প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার।’