খাগড়াছড়িতেও শ্যোন এ্যারেস্ট ফেনীতে গ্রেফতারকৃত সাবেক যুবদল সাধারণ সম্পাদক বাবুল

khagrachari-picture-17-09-2016

খাগড়াছড়ি প্রতিনিধি :

ফেনীতে পুলিশ অভিযানে গ্রেফতার খাগড়াছড়ি জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বাবুলকে খাগড়াছড়ি সদর থানাতেও অস্ত্র ও বিস্ফোরকসহ চার মামলায় শ্যোন এ্যারেষ্ট দেখিয়ে বার্তা পাঠানো হয়েছে বলে জানান খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)তারেক মো: আব্দুল হান্নান। একই সাথে খাগড়াছড়ি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও আবেদন করেছে পুলিশ।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, গত ১৫সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১টার দিকে রাষ্ট্রবিরোধী বৈঠকের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ফেনী শহরের হোটেল মিডনাইট থেকে সাইদুল ইসলাম বাবুলকে ১০ সহযোগিসহ আটক করে পুলিশ। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো: আব্দুল হান্নান আরো বলেন, সাইদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকসহ বেশ কিছু মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। বাবুল ২০০৭ সাল থেকে পলাতক। সে ফেনীতে আটকের খবর পেয়ে শুক্রবার রাতে চারটি মামলায় শ্যোন এ্যরেস্ট দেখিয়ে ফেনী থানাকে বার্তা পাঠানো হয়েছে।

খাগড়াছড়ি থানার এসআই আব্দুল্লা আল মাসুদ জানান, বাবুলকে শ্যোন এ্যারেস্ট দেখানোর জন্য খাগড়াছড়ি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন