খাগড়াছড়িতে উৎসব আমেজে শুভ বড়দিন পালিত হচ্ছে

fec-image

যীশু খ্রীষ্টের জন্মতিথি উপলক্ষে খাগড়াছড়ির শহর, শহরতলীর বিভিন্ন স্থানে শুভ বড়দিন উদযাপিত হচ্ছে। নানা রংয়ের সাজে সেজেছে গির্জা, চার্চ ও ধর্মীয় প্রচার প্রতিষ্ঠানসমূহ। বিভিন্ন চার্চ ও গির্জায় আনুষ্ঠানিকভাবে কেক কেটে বড়দিনের উৎসব পালন করেন খ্রিষ্টান ধর্মপ্রিয়রা। খ্রীষ্ট ধর্মাবলম্বীরা বাড়িতে বাড়িতে চলছে নানা অনুষ্ঠান।

খাগড়াছড়ি জেলার ৯ উপজেলায় ৬১টি ব্যাপটিষ্ট, ক্যাথলিক, সেভেন ডে এ্যাডভেন্টিষ্ট, প্রেসবেটেরিয়ান এবং গসফেল ফর এশিয়াসহ বিভিন্ন খ্রীষ্টধর্মীয় প্রতিষ্ঠান বড়দিন উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি পালন করে।

খাগড়াছড়ি শহরের খাগড়াপুর ব্যাপ্টিষ্ট চার্চ ও আপার পেরাছড়া ক্যাথলিক চার্চে বিভিন্ন আনুষ্ঠানিকতায় বড়দিনের কার্যক্রমের সূচনা হয়। ধর্মীয় আচার অনুষ্ঠান, বাইবেল পাঠ, গান-নাচে ও কেক কাটার মধ্য দিয়ে মেতে উঠেন খ্রীষ্ট্রান ধর্মপ্রিয় মানুষ।

খাগড়াপুর ব্যাপটিস্ট চার্চের পালক হেমাকর ত্রিপুরা জানান, জেলার সবকটি গীর্জা ও চার্চে অনুসারীদের সামর্থ্য অনুযায়ী বড়দিনের আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন