খাগড়াছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সোমবার অবস্থান কর্মসূচি

15.05.2016_Khagrachari-Picture

সিনিয়র রিপোর্টার:

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় থেকে মুক্তির দাবিতে সোমবার খাগড়াছড়িতে অবস্থান কর্মসূচি পালন করবে খাগড়াছড়িবাসী। ইতিমধ্যে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেইসবুকে অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে ব্যাপক প্রচার-প্রচারণাও চলছে। ‘বিদ্যুৎ সমস্যায় ভুক্তভোগী খাগড়াছড়িবাসী’ এই ব্যানারে এ কর্মসূচি পালন করা হবে।

অবস্থান কর্মসূচি পালনের কথা নিশ্চিত করে মো. রানা হামিদ পার্বত্য নিউজকে জানান, খাগড়াছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে আগামীকাল সোমবার সকাল ৯টায় জেলা শহরের শাপলা চত্বরে অবস্থানসহ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচিতে খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির আহ্বানে এক ঘন্টা ব্যবসা-বাণিজ্য বন্ধ রেখে অবস্থান কর্মসূচিতে ব্যবসায়ীরা অংশ নেবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি চরম বিদ্যুত বিপর্জয়ের কবলে পড়েছেন খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের আওতাধীন প্রায় অর্ধলক্ষ গ্রাহক। সপ্তাহের শনিবার ও সোমবার লাইন সংস্কারের নামে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোষণা দিয়ে বিদ্যুত গায়েব হলেও সপ্তাহের অন্য পাঁচ দিনে গড়ে ১৫ ঘন্টা বিদ্যুৎ বিহীন থাকে পার্বত্য খাগড়াছড়ির মানুষ। আবার কখনো কখনো টানা ৩ থেকে ৪ দিন দেখা মেলে না বিদ্যুতের সাথে। শেষ পর্যন্ত এ পরিস্থিতি থেকে উত্তোরণের জন্যই আন্দোলনে নামছে পাহাড়বাসী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন