খাগড়াছড়িতে পুলিশের প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম বিতরণ

Khagrachari Pic 05 (3) copy

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি জেলার বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়িতে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

বৃস্পতিবার দুপুরে নতুন পুলিশ লাইনে পুলিশ সুপার মো. আলী আহমেদ খান এ সরঞ্জাম বিতরণ করেন।

এ সময় জেলা রামগড় সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদসহ ৯টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ ফাঁড়ির ইনচার্জরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মো. আলী আহমেদ খান জানান, জেলার ৯টি থানা ও ফাঁড়ি মিলে ৩০টি প্রাথমিক চিকিৎসা বক্স বিতরণ করা হয়েছে। প্রতিটি বক্সে ঔষধসহ ২৪ ধরনের প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম রয়েছে। এতে করে কোন পুলিশ সদস্য দুর্ঘটনার শিকার হলে হাসপাতালে পৌঁছার পূর্বে প্রাথমিক চিকিৎসা পাবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন