খাগড়াছড়িতে মুজিববর্ষের ক্ষণ গণনায় হাজার জনতার ঢল

fec-image

নানা আয়োজনে খাগড়াছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববষের্র ক্ষণ গণনা শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার হাজার জনতার ঢল নামে।

দিবসটি উপলক্ষে শুক্রবার বিকাল থেকে নানা শ্রেণী পেশার মানুষ আনন্দ র‌্যালী নিয়ে জেলা প্রশাসন কার্যালয় সামনে সমবেত হয়ে ঢাকার তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানটি বড় পর্দায় উপভোগ করেন। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি,জেলা প্রশাসক প্রতাত চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ, পৌর মেয়র রফিকুল আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, আওয়ামী লীগ নেতা মো. জাহেদুল আলম, কল্যাণ মিত্র বড়ুয়া ও জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, পার্থ ত্রিপুরা জুয়েল, শতরূপা চাকমা, এড. আশুতোষ চাকমা, খগেশ্বর ত্রিপুরা জেলা ছাত্রলীগ সভাপতি টিকো চাকমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, স্কুল-কলেজ শিক্ষার্থী, প্রশাসনিক বিভিন্ন কর্তকর্তারা এ উৎসব উপভোগ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন