খাগড়াছড়িতে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মুজিব শতবর্ষ বার্ষিক স্কাউট তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত

fec-image

খাগড়াছড়িতে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মুজিব শতবর্ষ বার্ষিক স্কাউট তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক ক্যাম্প বিএনসিসি, রোভার স্কাউট, গার্লস গাইডসহ ২ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি এসব পরিদর্শন করেন ২০৩ পদাতিক খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা।

এসময় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুজ্জামান, স্কাউট লিডার মোহাম্মদ রফিকুল ইসলাম, গার্লস গাইড লিডার শাহনেওয়াজ মাওয়া, বিএনসিসির প্লাটুন কমান্ডার আ.ন.ম আতিকুল ইসলামসহ সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে প্রধান অতিথি বলেন, পড়াশোনার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বিএনসিসি, স্কাউট ও গার্লস গাইডের কোন বিকল্প নেই। এধরনের ক্যাম্পে জীবন ও বাস্তবাকে উলদ্ধি করা যায়। এসবের সাথে যুক্ত হয়ে সৃজনশীল শিল্প তৈরি, শরীর চর্চা, সুন্দর ও সুস্থ জীবন গঠন করতে বাস্তব শিক্ষা অর্জন করা যায়।

পরে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজাকে শিক্ষার্থীদের তৈরি একটি নৌকা উপহার দেয়া হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন