খাগড়াছড়ির ৬ উপজেলায় ৯১ জন প্রার্থী তাদের মনোনয়পত্র দাখিল করেছেন

upazila election logo
মু.আব্দুল হালিম, খাগড়াছড়ি থেকে:
খাগড়াছড়ি জেলার   ৬টি উপজেলা পরিষদ নির্বাচনে ৯১ জন প্রার্থী তাদের মনোনয়পত্র দাখিল করেছেন। জেলা নির্বাচন অফিস সুত্রে জানাগেছে,এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৩১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৫জন প্রার্থী মনোনয়পত্র দাখিল করেন। আওয়ামী লীগ,বিএনপি প্রতিটি উপজেলায় এককভাবে প্রাথী দিলেও মানিকছড়ি, রামগড়ে দলের একাধিক প্রার্থী রয়ে গেছেন। এছাড়া জাতীয়পাটি,আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ ও এম এন লারমা সমর্থিত জেএসএস  প্রার্থী দিয়েছেন।

চেয়ারম্যান পদে যারা দলীয়ভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, খাগড়াছড়ি সদরে আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান শানে আলম ও বিএনপি‘র কংচাইরী মারমা, মাটিরাঙ্গায় আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান সামছুল হক, বিএনপি‘র উপজেলা বিএনপি‘র সেক্রেটারী তাজুল ইসলাম, স্বতন্ত্র আলকাছ আল মামুন, এ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, মানিকছড়িতে আওয়ামীলীগ থেকে ¤্রাগ্য মারমা, বিএনপিতে এনামুল হক এনাম, রামগড়ে আওয়ামীলীগের একেএম আলিম উল্লাহ, বিএনপি থেকে শহীদুল ইসলাম ফরহাদ, পানছড়িতে আওয়ামীলীগের বকুল চন্দ্র চাকমা ও বিএনপি‘র অনিমেষ চাকমা রিংকু। মহালছড়ি উপজেলায় আওয়ামীলীগের নীলোৎপল চাকমা; বিএনপি‘র প্রার্থী দানু মিয়া। রামগড়ে জাতীয় পার্টি হতে মজিবুর রহমানও মনোনয়ন দাখিল করছেন।

এছাড়া ইউপিডিএফ‘র প্রার্থী হিসেবে খাগড়াছড়ি সদরে চঞ্চুমনি চাকমা, পানছড়িতে বর্তমান চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, মহালছড়িতে বর্তমান চেয়ারম্যান সোনা রতন চাকমা মনোনয়নপত্র দিয়েছেন। অন্য তিন উপজেলার ইউপিডিএফ প্রার্থীদের নাম পাওয়া যায়নি।
এ ব্যাপারে ইউপিডিএফ‘র মুখপাত্র নিরন চাকমা জানান,‘ সাংগঠনিকভাবে এখনো প্রার্থী ঘোষনা হয়নি। জনগনের সমর্থিতরাই আমাদের প্রার্থী হতে পারেন।’

এদিকে রামগড়ে বিএনপি সমর্থক আরো ২জন প্রার্থী হয়েছেন। এরা হলেন, বিএনপি‘র জেলা সভাপতি ওয়াদুদ ভুইয়ার বড় ভাই বর্তমান উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ও বিএনপি‘র সমীরন দেওয়ান গ্রুপের রিয়াজ উদ্দিন রিপন। জানা গেছে, বেলায়েত হোসেন ভুইয়া রামগড় নাগরিক পরিষদের ব্যানারে নির্বাচন করছেন। আওয়ামীলীগ সমর্থক রফিকুল ইসলাম মিন্টুও মনোনয়নপত্র জমা দেন।
জনসংহতি সমিতির (এনএন লারমা) অংশের কেন্দ্রীয় নেতা  সুধাকর ত্রিপুরা জানান, ‘এবার মহালছড়িতে বিমল কান্তি চাকমা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। তবে অন্য উপজেলায় কৌশলগত অবস্থান নেয়া হবে।’

জেলা বিএনপি’র সহ-সভাপতি মনীন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, ৬টি উপজেলাতেই প্রার্থী বাছাই করা হয়েছে। সরকার বিরোধী আন্দোলনে অবদান রাখতে পারবেন, এমন প্রার্থীকেই অগ্রাধিকার দেয়া হয়েছে।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সমীর দত্ত চাকমা বলেন, ৬টি উপজেলায় অসাম্প্রদায়িক ব্যক্তিদেরকেই গুরুত্ব দেয়া হয়েছে।

সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন,ভাইস চেয়ারম্যান পদে ৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩, মাটিরাঙ্গায়  চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন, মানিকছড়িতে চেয়ারম্যানপদে ৪,ভাইস চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান ৩জন,রামগড়ে চেয়ারম্যান পদে ৮,ভাইস চেয়ারম্যান পদে ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪জন, পানছড়িতে চেয়ারম্যান পদে ৭,ভাইস চেয়ারম্যান ৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান ৬ জন ও মহালছড়িতে চেয়ারম্যান পদে ৬,ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়পত্র দাখিল করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন