খাগড়াছড়ি সরকারি কলেজের টয়লেট থেকে নবজাতক শিশু কন্যা উদ্ধার

fec-image

খাগড়াছড়ি সরকারি কলেজের টয়লেট থেকে নবজাতক উদ্ধার করা হয়েছে।সদ্য ভূমিষ্ঠ নবজাতক কণ্যা সন্তানকে ফেলে পালিয়েছে মা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজের টয়লেট থেকে শিশুটিকে উদ্ধার করে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে আসে কলেজ কর্তৃপক্ষ। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

খাগড়াছড়ি সরকারি কলেজের প্রভাষক রশমি চাকমা জানান, কোন গর্ভবতী মা শিশুকে টয়লেটের কমডে প্রসব করে রেখে চলে যান। শিশুটির কান্নাকাটির শব্দ শুনে অফিস সহায়ক রেনু ধরসহ আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

খাগড়াছড়ি শহর সমাজ সেবা কর্মকর্তা নাজমুল আহসান জানিয়েছেন, বর্তমানে চিকিৎসাধীন নবজাতক কণ্যা শিশুটি সুস্থ্য রয়েছে। তবে এখন পর্যন্ত শিশুটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ইতি মধ্যে শিশুটিকে দত্তক নিতে কয়েকজন আগ্রহ প্রকাশ করেছে। পরিচয় নিশ্চিত না হলে যথাযথ আইনি প্রক্রিয়ায় নবজাতকটিকে দত্তক দেওয়া হবে।

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ রিপল বাপ্পি চাকমা বলেন, শিশুটি ভালো আছে বলা যায়। তারপরও হাসপাতালে ভর্তি রেখে আমরা নিবিড় পর্যবেক্ষনে রাখা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন