গানচিত্রে বিপাশা ও মাশরাফি

fec-image

বিশ্ব অটিজম সচেতনতা দিবসকে সামনে রেখে নির্মিত হয়েছে ‘সব্বাই সবার মতনই’ শিরোনামের একটি গানচিত্র। এতে দেখা যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে। সঙ্গে আছেন নন্দিত অভিনেত্রী-নির্মাতা-চিত্রকর বিপাশা হায়াতকে।

সব্বাই সবার মতনই’ শিরোনামের এই গানটি গেয়েছেন এআই রাজু। কথা, সুর ও সংগীত করেছেন কলকাতার রূপম ইসলাম।

অটিজম বাচ্চাদের পক্ষে তৈরি সচেতনতামূলক এই প্রজেক্ট সমন্বয় করেছেন রাজু নিজেই। তিনি বলেন, ‘অটিজম মানুষের কল্যাণে অধিক জনসচেতনতা তৈরির লক্ষ্যে আমি এই মিউজিক্যাল ড্রামাটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। এতে এসডব্লিউএসি এবং বিউটিফুল মাইন্ড স্কুলের বিশেষ-চাহিদাসম্পন্ন শিক্ষার্থীগণ অভিনয় করেছেন। সুর আর গানের মধ্য দিয়ে আমরা এই বার্তাটিই পৌঁছে দিতে চেয়েছি যে, যথাযথ সহযোগিতা পেলে কারও জন্যই কোনও কাজ অসাধ্য থাকে না।’

গানের শুরু ও শেষে দুটি বক্তব্য দিয়েছেন মাশরাফি ও বিপাশা হায়াত। ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার সৌমিক রায় চৌধুরী।

জানা যায়, আগামী ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবসে এটি ইউটিউবে উন্মুক্ত হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গানচিত্রে, বিপাশা, মাশরাফি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন