গুইমারায় ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী


খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন কমান্ডার গত ২৮ সেপ্টেম্বর ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীদের সৃষ্ট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রামসু বাজার এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি প্রথমে মারমা সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তিনি প্রায় ১০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া কর্তৃক আরও ২০ লাখ টাকা অনুদান প্রদানের আশ্বাস দেন, যা দ্রুত ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে বলে জানানো হয়।
রিজিয়ন কমান্ডার সকলকে রামসু বাজারে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি অপপ্রচার ও স্বার্থান্বেষী মহলের প্রভাব থেকে দূরে থাকার অনুরোধ জানান।
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস প্রদান করেন তিনি।