গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করলো বান্দরবান আ’লীগ

fec-image

বান্দরবানে ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ সাত উপজেলায় দিবসটি পালন করা হয়।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৭ আগস্ট ৬৩ জেলায় সিরিজ বোমা হামলা এবং ২১ আগস্ট নৃশংস গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্মরণে কর্মসূচি পালন করে বান্দরবান আওয়ামী লীগ।

২১ আগস্ট (শনিবার) সকালে বান্দরবান পৌর আওয়ামী লীগ এর আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে নিহতদের স্মরণে কোরআন খানি, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, যুগ্ন-সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগ এর সভাপতি অমল কান্তি দাশ, সহ-সভাপতি মো. মহসিন, মো. ইছা, মো. আবুল বশর, সাধারণ সম্পাদক মো. সামসুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. কামাল পাশা, প্রচার সম্পাদক আনন্দ দাশ, অর্থ সম্পাদক রাজীব বড়ুয়া প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন