২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করলো রাঙামাটি আ’লীগ

fec-image

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও শহীদদের স্মরণ করে আলোচনা সভা করেছে রাঙামাটি আ’লীগে নেতৃৃবৃন্দ। শনিবার (২১ আগস্ট) দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী যেসব শক্তি জাতির পিতাসহ তার পরিবারবর্গকে হত্যা করেছে তারাই ২১ আগস্ট ভয়াবহ ঘটনা ঘটিয়েছে। তারা এখনো দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ব্যাপারে যেমন সজাগ থাকতে হবে তেমনি তাদের উৎখাতে সকল দেশ প্রেমিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

রাঙামাটি জেলা আ’লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজার সভাপতিত্বে এসময় আলোচনায় অংশ নেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, প্রচার সম্পাদক মমতাজ উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, জেলা যুবলীগের সহ-সভাপতি মো. শহীদুল আলম স্বপন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তারসহ দলটির নেতৃবৃন্দ।

আলোচনার পর ২১ আগস্টের সকল শহীদদের প্রতি মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন