‘গ্রেনেড হামলা চালিয়ে বঙ্গবন্ধুর উত্তরসূরিদের নিঃশেষ করতে চেয়েছিল’

fec-image

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র মুজিবুর রহমান বলেছেন, ‘২০০৪ সালের ২১ আগস্ট এক বিভীষিকাময় কলঙ্কিত দিন। সেদিন গ্রেনেড হামলা চালিয়ে বঙ্গবন্ধু’র উত্তরসূরি শেখ হাসিনা তথা এদেশের মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার নেতৃত্বকে নিঃশেষ করতে চেয়েছিল। হত্যাযজ্ঞ অবলোকন করে সারা পৃথিবীর বিবেক স্তব্ধ বাকরুদ্ধ হয়ে যায়। বিশ্ব রাজনীতিবৃন্দ এই বীভৎস হত্যাকাণ্ডের হোতা ঘাতকদের প্রতি ঘৃণা ধিক্কার জানায়।

রবিবার (২১ আগস্ট) বিকালে নিহতদের স্মরণে কক্সবাজার পৌর আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র মুজিব এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিশ্বজুড়ে তোলপাড় করা গ্রেনেড হামলার সেই ঘটনার ভয়াবহতা আমাদের হতবাক করে দিয়েছিল। প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক সমাবেশে এ ধরনের নারকীয় হত্যাযজ্ঞ পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি খুঁজে পাওয়া বিরল।’

পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলামের সভাপতিত্বে পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে নগর পিতা বলেন, ‘শ্রদ্ধাবনত চিত্তে আজ ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী পালন করছে শোকবিহ্বল জাতি।’

সাধারণ সম্পাদক উজ্জ্বল করের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি, সহ-সভাপতি এথিন রাখাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, এড. রনজিত দাশ, আশেক উল্লাহ রফিক এমপি, সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, জেলা আওয়ামী লীগ নেতা এড. তাপস রক্ষিত, ইউনুছ বাঙালি, কাজী মোস্তাক আহমদ শামীম, সাবেক ছাত্রনেতা ফরহাদ ইকবাল, পৌর আওয়ামী লীগ নেতা আসিফ উল মাওলা, ডাঃ পরিমল কান্তি দাশ, শাহনেওয়াজ চৌধুরী, শাহেদ আলী শাহেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক মারুফ আদনান।

সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার বদিউল আলম, ড. নুরুল আবছার, মহেশখালীর পৌর মেয়র মকসুদ মিয়া, মিজানুর রহমান, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, পৌর আওয়ামী লীগ নেতা সেলিম নেওয়াজ, সাইফুল ইসলাম চৌধুরী, মিজানুর রহমান, শুভ দত্ত বড়ুয়া প্রমুখ।

এর আগে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে পৃথক মিছিলে শতশত নেতাকর্মী আলোচনা সভায় অংশ গ্রহণ করেন। সভা শেষে নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি মেয়র মুজিবুর রহমান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গ্রেনেড হামলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন