Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

চকরিয়া পৌরসভায় ইয়াবার আধিপত্য, অভিভাবক মহল উদ্বিগ্ন

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে শহরের অলি-গলিতে মরণ নেশা ইয়াবার আধিপত্য বিরাজ করছে। চকরিয়া পৌরসভাসহ উপজেলার ১৮টি ইউনিয়নে ইয়াবা ছোবলে তরুণ থেকে শুরু করে যুবকরা ইয়াবার দিকে ঝুঁকছেন। এখন তরুণদের পরিচিত নাম বাবা। এ ভয়ঙ্কর ‘বাবার’ আসল নাম ইয়াবা। চকরিয়ায় প্রতিদিন ইয়াবার চালান আটক করছে পুলিশ। তারপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীল চোখকে ফাঁকি দিয়ে গোপনে ব্যবসা নিয়ন্ত্রণ করছে কয়েকটি সিন্ডিকেট।

চকরিয়া থানা পুলিশের ধারাবাহিক অভিযানের পর চকরিয়ার ইয়াবা ব্যবসায়ীরা এলাকা ছেড়ে অন্য স্থানে গিয়ে আবারও ওই ব্যবসায় জড়িয়ে পড়ছে। শহরের বিভিন্ন পয়েন্টে ফেন্সিডিল, হেরোইন, মদ, গাঁজা ও বিয়ারসহ নানা মাদকের বিস্তার থাকলেও প্রাণঘাতী ইয়াবা ব্যবসা বেড়ে গেছে চকরিয়ায়। সমাজের বিভিন্ন শ্রেণীর লোজজন ছাড়াও এখন তরুণরা এ নেশার প্রতিবেশী আসক্ত হয়ে পড়েছে।  ইয়াবার বিরুদ্ধে পুলিশের তৎপরতার কারণে মুলত ভ্রাম্যমাণ ইয়াবা ব্যবসায়ীরাই এ ব্যবসা চালিয়ে আসছে।

সূত্রে জানা গেছে, চকরিয়া পৌরসভায় গোপনে কয়েকটি সিন্ডিকেট বিভিন্ন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মাঝেও ইয়াবা ছড়িয়ে দিয়েছে। অভিযোগ উঠেছে, মাদক ব্যবসার সঙ্গে ক্ষমতাধীন রাজনৈতিক দলের অনেকেই জড়িত রয়েছে। তবে চকরিয়া থানা পুলিশের ধারাবাহিক অভিযানের কারণে মুলত ইয়াবা ব্যবসায়ীরা স্থান পরির্বতন করে অন্য স্থানে গিয়ে ব্যবসা নিয়ন্ত্রণ করছেন। ফলে ইয়াবার ভয়াবহ থাবায় যুব সমাজ ক্ষত-বিক্ষত। ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে হতাশগ্রস্ত হয়ে পড়েছেন অভিভাবক মহল।

অনুসন্ধানে জানা গেছে, মাদক ব্যবসায়ীরা বিভিন্ন ব্যবসার এবং পেশার আড়ালে কয়েকটি সিন্ডিকেট এই ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। ওই চক্রগুলো নারীদের ইয়াবা ব্যবসার মুল যোগানদাতা হিসেবে ব্যবহার করছে। ইয়াবা ট্যাবলেট পকেটে করে নিরাপদে বহন করা যায় তারা প্রশাসনের চোখের আড়ালে থেকে যাচ্ছে। তবে গত এক বছরে থানা পুলিশ ইয়াবার বড়-বড় চালান শতাধিক ইয়াবা ব্যবসায়ী ও কারবারি আটক করেছে।

এদিকে ইয়াবা কেনার টাকা জোগাড় করতে উঠতি বয়সের তরুণরা বেছে নিচ্ছে অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কায় রয়েছে অভিভাবকরা। এ কারণেই পরিবারে নেমে এসেছে চরম অশান্তি। পড়াশুনা বাদ দিয়ে তরুণরা ইয়াবাসক্ত হয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা। এতে হুমকির মুখে পড়ছে আগামীর তরুণ প্রজন্ম।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘চকরিয়ায় ইয়াবা দমনে প্রতিদিন পুলিশের দুইটি টিম কাজ করছে। পুলিশের সর্বোচ্চ চেষ্টায় চকরিয়ার অনেক দাগি ইয়াবা ব্যবসায়ী জেলহাজতে রয়েছে। তার পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হতে হবে। যুব ও তরুণ সমাজকে ইয়াবার প্রকোপ সম্পর্কে জানাতে হবে। ইয়াবার বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিদিনই পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীদের মাদকসহ গ্রেফতার করছে। ইয়াবা নির্মূলে পুলিশের কঠোর অভিযান অব্যাহত রয়েছে।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন