চার দিনব্যাপী পার্বত্য মেলা আগামীকাল শুরু

fec-image

চার দিনব্যাপী পার্বত্য মেলা আগামীকাল বুধবার (৫ জানুয়ারি) থেকে শুরু হয়ে এই মেলা চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই পার্বত্য মেলা।

মঙ্গলবার (৪ জানুয়ারি) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। জানা যায়, চার দিনব্যাপী এ মেলায় পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উৎপাদিত পণ্যসামগ্রীর প্রচার ও বিপণনের মাধ্যমে তাদের অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও এ মেলার আয়োজন করা হয়েছে।

স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে আগামীকাল বেলা তিনটায় মেলা উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

আগামী ৮ জানুয়ারি পার্বত্য মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রতিদিন বিকাল ৫টা থেকে রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

চার দিনব্যাপী পার্বত্য মেলায় ৯১টি স্টল থাকবে। স্টল সমূহের মধ্যে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, প্রতিষ্ঠিত উদ্যোক্তা ও ব্যবসায়ী, তিন পার্বত্য জেলায় উৎপাদিত কৃষি পণ্য সামগ্রী, হস্ত শিল্প, ঐতিহ্যবাহী কোমর তাঁতে বোনা পণ্য, ঐতিহ্যবাহী পার্বত্য খাবার দ্রব্য ইত্যাদি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন