ছোট মহেশখালী ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ

fec-image

কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রবিবার (২৩ জানুয়ারি) নির্বাচনে অংশগ্রহণকারী ৬ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৫৮ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

এর মধ্যে সাধারণ সদস্য (পুরুষ) ৪১ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১১ জন প্রার্থী রয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গেল বছরের ২৪ ডিসেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর ১২ জানুয়ারি প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। ১৫ জানুয়ারি যাচাই বাছাই করা হয়। ২২ জানুয়ারি ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ৭ ফেব্রুয়ারি এ ইউনিয়ননে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহনকারী প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী মাস্টার এনামুল করিম (নৌকা), বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা বাশি (ঘোড়া), বর্তমান চেয়ারম্যান জিহাদ বিন আলী (চশমা), আব্দুস সামাদ (আনারস), সিরাজুল মোস্তফা (অটোরিকশা), রিয়ানুল ইসলাম মঈন (মোটর সাইকেল)।

প্রতীক বরাদ্দকালে থানার ওসি (তদন্ত) আশিক ইকবাল, পরিবার পরিকল্পনা কর্মকতা তাপস দত্তসহ প্রার্থীরা উপস্থিত ছিলেন। প্রার্থীদের কঠোরভাবে আচরণ বিধি মেনে চলতে বলা হয়েছে। প্রার্থীরা প্রতীক পেয়ে মাঠে প্রচারনায় নেমে পড়েছে। ছোট মহেশখালীতে মোট ১৭৫৫৮ জন ভোটার রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন