জন্ম ও মৃত্যু নিবন্ধন বাংলাদেশের নাগরিকের জাতীয় অধিকার: বান্দরবান জেলা প্রশাসক

fec-image

জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে ‘নির্ভুল জন্ম -মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’ এই প্রতিপাদ্যে বান্দরবান জেলা প্রশাসক বলেছেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন হলো বাংলাদেশি নাগরিকের জাতীয় অধিকার।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার সহ গণমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, বাংলাদেশি নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ অন্যান্য সকল রকম নাগরিক সুবিধা অর্জন করা তার মৌলিক নাগরিক অধিকার। তাই বর্তমান সরকার তাদের কার্যক্রমের মাধ্যমে চেষ্টা করছে বাংলাদেশের প্রতিটা নাগরিক যাতে সকল রকম সুযোগ-সুবিধা পায়। এজন্য জেলা প্রশাসক সরকারের এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে সকলকে সাহায্য সহযোগিতা করার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন