জাতীয় শোক দিবস উপলক্ষে রামু উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার জেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রামু উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ আগস্ট শনিবার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, সায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনগুলিতে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, শোক র‌্যালী, জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সকল মসজিদে মোনাজাত ও দোয়া মাহফিল এবং মন্দির, গির্জা ও প্যাগোডাতে প্রার্থনা, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং মন্দিরে প্রার্থনা ও রচনা প্রতিযোগিতা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং স্বাধীনতা অঙ্গনে আয়োজিত বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপরে প্রামাণ্য চিত্রের প্রদর্শন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন