টেকনাফ উপজেলায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

fec-image

টেকনাফ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা সভায় বিভিন্ন দাবি তুলে ধরেন ।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, রোগীদের গ্রহণযোগ্য উন্নতমানের ও নিঃস্বার্থ সেবা প্রদান, হাসপাতাল নিয়ে বিভ্রান্তি না ছড়ানো, অ্যাম্বুলেন্সের চালক নিয়োগসহ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে।

বক্তারা বলেন, এনজিওগুলোকে নিজ স্বার্থ বাদ দিয়ে সরকারকে সহযোগী সংগঠন হিসেবে সেবার হাত বাড়িয়ে নিয়মিত হাসপাতালে সভা করে সমস্যা তুলে ধরে সমাধানের উদ্যোগ নেওয়াসহ গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করতে হবে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজারের উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহিনা আক্তার বদি বলেন, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঠিক ব্যবস্থাপনার কারণে এটি বারবার প্রথম স্থান অধিকার করেছে। তাছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সাহসী মনোভাব, আন্তরিকতা, নিরলস পরিশ্রম ও সকলের সম্মিলিত প্রচেষ্টায় তা সম্ভব হয়। আগামীতেও ধারা অব্যাহত রেখে দেশের সেরা হাসপাতালে পরিণত করতে উন্নত চিকিৎসাসেবা প্রদান করতে হবে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় রুদ্রের সভাপতিত্বে আবাসিক মেডিকেল অফিসার ডা. এনামুল হকের সঞালনায় এতে প্রধান অতিথি ছিলেন উখিয়া-টেকনাফ (কক্সবাজার-০৪) আসনের সংসদ সদস্য শাহীন আক্তার।

এসময় উপস্থিত ছিলেন সাবেক এমপি ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বদি, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গণি, সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এনামুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, সাংগঠনিক সম্পাদক আব্দুস শুক্কুর সিআইপি, কাউন্সিলর আব্দুল্লাহ মনির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরোয়ার আলমসহ কমিটির সদস্যগণ ও সংবাদকর্মীগণ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন