টেকনাফ স্থলবন্দর চালু করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন


কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দীর্ঘদিন বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্য কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন শত শত ব্যবসায়ী, শ্রমিক, পরিবহন চালক ও সাধারণ মানুষ। একসময় টেকনাফের অর্থনীতির প্রাণ হিসেবে পরিচিত এ বন্দর বন্ধ থাকায় স্থানীয় অর্থনীতি আজ বিপর্যস্ত।
মঙ্গলবার (৭ অক্টোবর) এই অচলাবস্থার অবসান ও জীবিকার অধিকার ফিরে পেতে টেকনাফবাসী একত্রিত হয়ে টেকনাফ স্থলবন্দর এলাকায় এক শান্তিপূর্ণ প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “আমাদের একটাই দাবি—টেকনাফ স্থলবন্দর অবিলম্বে সচল করতে হবে।”
তাঁরা জানান, বন্দর বন্ধের কারণে সীমান্তবর্তী এই অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা নেমে এসেছে। অনেক ব্যবসায়ী ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েছেন, অনেকে আবার পেশা পরিবর্তনে বাধ্য হচ্ছেন।
স্থানীয় ব্যবসায়ী, ট্রাক শ্রমিক ইউনিয়ন ও পণ্য পরিবহন সংশ্লিষ্টরা অভিযোগ করেন, স্থলবন্দর সহ নানা আয়ের উৎস বন্ধ থাকায় এলাকায় অপহরণ, ডাকাতি, চুরি, ছিনতাই ও খুনোখুনিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে।
বক্তারা সরকারের প্রতি দ্রুত টেকনাফ স্থলবন্দর চালুর আহ্বান জানিয়ে বলেন,টেকনাফের মানুষ কাজ চায়, জীবন চায়, সচল স্থলবন্দর চাই।