ত্বকের ব্রণ দূর করার নতুন উপায়

fec-image

বিভিন্ন কারণে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। যার মধ্যে অন্যতম হলো- ব্রণ, ফুসকুড়ি, ত্বকে লালচে বা কালো দাগ ইত্যাদি। নারী-পুরুষ নির্বিশেষে কমবেশি সবাই ত্বকের বিভিন্ন সমস্যায় ভোগেন।

কী করলে দ্রুত সারানো যায় ব্রণের সমস্যা? তার সন্ধান করেন কমবেশি সবাই। এই প্রশ্নের উত্তর জানিয়েছে সাম্প্রতিক এক গবেষনা।

আমেরিকার সান দিয়েগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ বিষয়ে গবেষণা করেছেন। আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিনে’ গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।

গবেষকরা জানিয়েছেন, এখন থেকে ত্বকের ব্রণ, ফুসকুড়ি কিংবা লাল বা কালো দাগ দ্রুত সারানো যাবে নতুন এক উপায়ে। তাদের মতে, ত্বকের নানা ধরনের ক্ষত বা প্রদাহ সারিয়ে তুলতে বড় ভূমিকা নেয় ত্বকের কোষ (ফাইব্রোব্লাস্টস)।

ত্বকের এই কোষগুলো ফ্যাটসহ নানা ধরনের ফ্যাটি অ্যাসিড তৈরি করে। গবেষকরা দেখেছেন, ফাইব্রোব্লাস্টসের কিছু কিছু কোষ চর্বিসহ নানা ধরনের ফ্যাটি অ্যসিড তৈরি করে।

ব্রণ তৈরি করার ব্যাকটেরিয়া ফাইব্রোব্লাস্টসের সেই কোষগুলোর সংখ্যা বাড়িয়ে দেয়। ফলে প্রদাহ বেড়ে যায়। আর তখনই দেখা দেয় ব্রণ, ফুসকুড়ি অথবা ত্বকের লাল বা কালচে দাগ।

গবেষণা অনুযায়ী, ফাইব্রোব্লাস্টসের কোষগুলো চর্বি কোষ তৈরি করার সময়ই ক্যাথেলিসিডিন নামক এক ধরনের পেপটাইড (প্রোটিন) এর নিঃসরণ খুব বেড়ে যায়। এই ক্যাথেলিসিডিন কিন্তু ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দ্রুত ধ্বংস করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ওষুধ দিয়ে বা অন্য কোনো চিকিৎসা পদ্ধতিতে শরীরে ক্যাথেলিসিডিনের নিঃসরণ বাড়াতে পারলেই ত্বকের ব্রণ, ফুসকুড়ি কিংবা লালচে বা কালো দাগের সমস্যা পুরোপুরি সারিয়ে তোলা যাবে।

সূত্র: সায়েন্স অ্যালার্ট

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ত্বক, ব্রণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন