ত্রিদেশীয় সিরিজ থেকে বাংলাওয়াশ হয়ে ফিরছে টাইগাররা

fec-image

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ব্যর্থ বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে সবগুলো ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে সাকিব আল হাসানের দল। বৃহস্পতিবার নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে লজ্জার হার।

টাইগারদের দেয়া ১৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ৩ উইকেটে ১৭৭ রান তোলে পাকিস্তান। রিজওয়ান ৬৯, বাবর আজম ৫৫ রান করে বিদায় নেন। তবে মোহাম্মদ নওয়াজ ২০ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে ব্যাটিং আবারও ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। প্রথম দুই ওভারে মাত্র ৭ রান তুলতে পারে টাইগারা। ৯ বল খেলে রানের খাতা খোলেন শান্ত। এর মধ্যে উইকেট বিলিয়ে দেন সৌম্য সরকার। নাজমুল হোসেন শান্তর প্রতিভায় পাহাড়সমান আস্থা টিম ম্যানেজমেন্টের। তবে সেই আস্থার প্রতিদান তিনি দিতে পারছেন খুব কমই। ওপেনিংয়ে নেমে একবার ২৯ বলে ৩৩, আগের ম্যাচে ১২ বলে ১১ আর এবার ১৫ বল খেলে করলেন ১২ রান।

এরপর দলের হাল ধরেন সাকিব আল হাসান আর লিটন দাস। তৃতীয় উইকেটে ৫৫ বলে ৮৮ রানের এক ঝোড়ো জুটি গড়েন তারা। অবশেষে এই জুটিটি ভাঙে লিটনের আউটে। ইনিংসের ১৫তম ওভারে মোহাম্মদ নওয়াজকে সুইপ করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ উঠে যায় লিটনের। ৪২ বলে ক্যারিয়ারসেরা ৬৯ রানের ইনিংস খেলে ফেরেন লিটন।

তবে টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি তুলে নিয়েছেন সাকিব আল হাসান। আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিফটি করেছিলেন ৩৩ বলে, এবারও সমান বলে হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি। ইনিংসের ১০ বল বাকি থাকতে ছক্কা মারতে গিয়ে আউট হন সাকিব। ৪২ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। ইয়াসির আলি মাত্র ১ করেন। মোহাম্মদ ওয়াসিমের করা শেষ ওভারে ১০ বলে ১১ রানে রানআউট হন আফিফ হোসেন ধ্রুব। ওই ওভারে মাত্র ৩ রান নিতে পারে বাংলাদেশ। নাহলে পুঁজিটা আরও বড় হতে পারতো। পাকিস্তানের নাসিম শাহ আর মোহাম্মদ ওয়াসিম নেন দুটি করে উইকেট।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ক্রিকেট, টাইগার, ত্রিদেশীয় সিরিজ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন