দীঘিনালায় নন্দপাল মহাস্থবিরের ৭১ তম জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

fec-image

দীঘিনালা বনবিহারের অধ্যক্ষ শ্রীমৎ নন্দপাল মহাস্থবিরের ৭১ তম জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ মে) বিকালে উপজেলার বড়াদম এলাকা থেকে শুরু হয় এই শোভাযাত্রা ।

এ সময় শোভাযাত্রায় রাজকীয় সাজে মোটরগাড়িতে চেপে শোভাযাত্রায় অংশ নেন, শ্রীমৎ নন্দপাল মহাস্থবির।

শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দীঘিনালা বনবিহারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেয়া বিভিন্ন এলাকার দায়ক দায়িকারা বিভিন্ন ধর্মীয় স্লোগান দেন।

অন্যদিকে বুধবার (১০ মে) অনুষ্ঠিত হবে, ধর্মসভা উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

বিশেষ সূত্রে জানা যায়, আন্তর্জাতিকভাবে বৌদ্ধধর্ম প্রচারক, আধ্যাত্মিক শিক্ষক, পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মের উজ্জ্বল নক্ষত্র রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান বাংলাদেশ, বৌদ্ধরত্ন উপাধি প্রাপ্ত, অনুপ্রেরণামূলক সত্য, দেশের অভ্যন্তরে এবং বাইরে বহু বন বিহার (মন্দির) প্রতিষ্ঠাতা, মহান সাধক পরম পূজ্য সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে’র) প্রধান শিষ্য এবং সুযোগ্য উত্তরসূরি শ্রীমৎ নন্দপাল মহাস্থবির।

শ্রীমৎ নন্দপাল মহাস্থবির প্রয়াত শ্রী.- খগেন্দ্র লাল চাকমা ও প্রয়াত শ্রী.- কুসুম লতা চাকমার ছেলে ।

তিনি ১৯৫২ সালে ১০ই মে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটির বালুখালীর প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, তখন এটি পূর্ব পাকিস্তানের অধীনে ছিল ১৯৭১ (একাত্তরের) মুক্তিযুদ্ধের পর এখন বাংলাদেশ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জন্মদিন, দীঘিনালা, নন্দপাল মহাস্থবির
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন