দীঘিনালায় নিজ সম্প্রদায়ের গরীব দুঃস্থদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিল বড়ুয়া সংগঠন

fec-image
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা বড়ুয়া সমাজ কল্যাণ পরিষদ ও শালবন বৌদ্ধ যুব কল্যাণ পরিষদ তাঁদের নিজ সম্প্রদায়ের ও সমাজভুক্ত গরীব, দুঃস্থ পরিবারদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকালে সংগঠনের উদ্যোগে নিজ সম্প্রদায়ের বিত্তবানদের সহায়তা নিয়ে তহবিল গঠন করে ত্রাণ বিতরণের এ কর্মসূচী গ্রহণ করে।
দীঘিনালা উপজেলা বড়ুয়া সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া ও সাংগঠনিক সম্পাদক অজিত বড়ুয়া জানান, করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় হোম কোয়ারেন্টাইনে নিম্ন আয়ের লোকজন খুবই কষ্টে আছে।
তাঁদের পাশে দাঁড়ানোর জন্য পশ্চিম কাঁঠালতলী, সুধীর মেম্বার পাড়া ও পুরাতন বাজার এলাকায় বসবাস করা ৬৭ পরিবারকে পরিবার প্রতি ৫ কেজি চাল, ১ কেজি আলু, আধা কেজি ডাল, আধা কেজি তেল ও আধাকেজি লবণ ত্রাণ হিসেবে দেয়া হয়েছে।
তাঁরা জানান, প্রত্যেক সমাজ ও সম্প্রদায়ের বিত্তবানদের উচিত হবে নিজ সম্প্রদায়ের নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়ানো।
Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনভাইরাস, নিম্ন আয়ের, হোম কোয়ারেন্টাইন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন