দুই রোহিঙ্গার বসতঘরে মিললো ইয়াবা, স্বর্ণ, নগদ টাকা: আটক ৩

fec-image

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ইয়াবা, নগদ টাকা ও স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপিবিএন পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খানের নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদের নেতৃত্বে ক্যাম্প-৯ এর এফ-৪ ব্লকের রোহিঙ্গা মৃত হামিদ হোসেনের ছেলে মো. ইদ্রিস (১৯) কে ৮হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরে আটক ইদ্রিসের তথ্যানুযায়ী ক্যাম্প-১০ এর জি/১০ ব্লকের আবুল হোসেনের ছেলে মো. সেলিম (১৮) এর শেড থেকে ৩টি স্বর্ণের বার, ৪টি স্বর্ণের আংটি, ১টি লকেটসহ স্বর্ণের চেইন, কানের দুলসহ ৪৭ ভরি ৫ আনা ৪ রতি স্বর্ণালংকার ও নগদ ৫৬ হাজার টাকাসহ তার মা সুরা খাতুন (৩৫) কে গ্রেফতার করা হয়। বিষটি নিশ্চিত করেছেন ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন