দেশের করোনামুক্ত ৪ জেলার দুটিই পার্বত্য চট্টগ্রামে

fec-image

আজ পর্যন্ত দেশের ৬০ জেলা করোনা আক্রান্ত হলেও যে চারটি জেলা এখনো করো মুক্ত রয়েছে তার মধ্যে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙামাটি অন্যতম।

শুক্রবার(২৪ এপ্রিল) পর্যন্ত বাংলাদেশে আক্রান্তের তালিকায় ছিল ৫৮টি জেলা৷ শনিবারের পরিসংখ্যান অনুযায়ী আরো দুই জেলায় সংক্রমিত রোগী ধরা পড়েছে৷

শনিবার(২৫ এপ্রিল) ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, ‘‘২৪ এপ্রিলের তথ্যগুলো বিশ্লেষণ করে দেখছি আমাদের এখন আক্রান্ত জেলা ৬০টি৷ নতুনভাবে আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগের ভোলা এবং রাজশাহী বিভাগের নাটোর জেলা৷

এখন শুধু বাকি আছে চারটি জেলা৷ সেগুলো হল, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ ও সাতক্ষীরা৷ এই চারটি ছাড়া সারা বাংলাদেশের সব জেলাতেই কোভিড আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে৷’’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে ৩০৯ জন, মারা গেছেন নয়জন৷ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৯৯৮ জনে৷ এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৪০ জন৷

এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ধরা পড়েছে ঢাকা জেলায়৷ এরপরেই রয়েছে নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদী৷

বাংলাদেশে গত আট মার্চ প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে৷ তিনজন রোগীকে শনাক্ত করার ঘোষণা দেয়া হয়েছিল সেদিন৷ পরের ছয়দিন নতুন কোন রোগী ধরা পড়েনি৷

এরপর তিনদিন ছাড়া প্রতিদিন রোগী শনাক্ত হয়েছে৷ তবে পরীক্ষার মাত্রা বাড়ায় চার এপ্রিলের পর থেকে আক্রান্তদের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে৷ সর্বোচ্চ ৫০৩ জন সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে ২৪ এপ্রিল৷

শনিবার ৩০৯ জন আক্রান্তের খবর দিলেও নাসিমা সুলতানা জানান, আগের দিন শুক্রবার থাকায় বেসরকারি কিছু হাসপাতালের পরীক্ষার ফলাফলের তথ্য তাদের কাছে পৌঁছেনি৷

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, খাগড়াছড়ি, পার্বত্য চটগ্রাম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন