ধর্মীয় শিক্ষার অনুশাসন থেকে নৈতিকতার শিক্ষা নিতে হবে: নিখিল কুমার চাকমা

fec-image

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, ইসলাম হচ্ছে শান্তি প্রিয় ধর্ম। বৌদ্ধ ধর্মও শান্তি এবং সম্প্রীতির ধর্ম। বৌদ্ধ এবং ইসলাম ধর্মের মধ্যে কোন পার্থক্য নেই। ধর্মীয় শিক্ষার অনুশাসন থেকে নৈতিকতার শিক্ষা নিতে হবে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) লংগদু উপজেলার বৈরাগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তরসহ বিভিন্ন স্থানে প্রকল্পের ভিত্তি স্থাপন শেষে সংক্ষিপ্ত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিখিল কুমার চাকমা আরো বলেন, বর্তমান আওয়ামী সরকারের স্বপ্ন দেশের উন্নয়ন। আমরা সেই স্বপ্নকে বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। এখানে যা কিছু বরাদ্দ হয় সেই বরা্দ্দগুলো আমার টাকা নয়, সরকারের টাকাও নয়। তা হলো জনগণের টাকা। আপনাদের টাকা দিয়ে আপনাদের বরাদ্দ দেওয়া হচ্ছে।

সমাবেশে নিখিল কুমার চাকমা বক্তব্যে আরো বলেন, আগামীতে আবারো সোলার প্যানেল বাজেট হলে যেসব এলাকায় বিদ্যুৎ নাই ঐসব এলাকায় সোলার প্যানেল দিয়ে আলোকিত করা হবে।

রাঙামাটির লংগদু উপজেলায় দুদিনের সরকারি সফরে এসে বগাচতর ইউনিয়নে বৈরাগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর, মারিশ্যাচর শিবার আগা নিম্ন মাধ্যমিক স্কুলেরও ভিত্তিপ্রস্তর স্থাপন ও গুলশাখালীতে সড়ক পথ ও ৭ নম্বর মসজিদ, রসুলপুর মাদ্রাসা ভিত্তিপ্রস্তরসহ বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সভায় আবুল কাশেম মেম্বার এর সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কেরল চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুশিত চাকমা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন, বগাচতর ইউপি চেয়ারম্যান আবুল বশর, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সুভাষ চন্দ্র দাসসহ বিভিন্ন নেতাকর্মীগণ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন