নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১


বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ব্যাটালিয়ন (১১ বিজিবি) অভিযান চালিয়ে বার্মিজ ইয়াবা ও মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার আদর্শগ্রাম চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম মো. জুবায়ের (১৮)। তিনি কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বালুবাসা গ্রামের নুরুল হাকিমের ছেলে। তার কাছ থেকে ৩ হাজার ৯৬০ পিস ইয়াবা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুবায়েরকে ইয়াবাসহ আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেল আইনি প্রক্রিয়ার জন্য নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযান প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম কফিল উদ্দিন কায়েস বলেন, “মাদক পাচারকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
স্থানীয় সচেতন মহল বিজিবির এই সফল অভিযানের প্রশংসা করেছে এবং মাদক ব্যবসায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।